Education

উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর – ভূগোল সাজেশন

উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর – ভূগোল সাজেশন


১. মানচিত্র কি?

একটি নির্দিষ্ট স্কেল অনুসারে পৃথিবীর ছেদাংশ বা সমগ্র অংশকে কোন নির্দিষ্ট সীমারেখা (রাজনৈতিক বা প্রাকৃতিক) বরাবর দ্বিমাত্রিক তলে অঙ্কন করা হলে সেই অঙ্কিত চিত্রকে মানচিত্র বলে।

যেমনঃ   মৌজা মানচিত্র, রাজনৈতিক মানচিত্র।

২. স্কেল কি?

ড. স্কেল হয় মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের অনুপাত (A scale is a ratio between map distance and ground distance)

৩. স্কেলের ভিত্তিতে মানচিত্র কয় প্রকার ও কি কি?

৩ প্রকার। যথা ক্ষুদ্র স্কেলের মানচিত্র, মাঝারি স্কেলের মানচিত্র ও বৃহৎ স্কেলের মানচিত্র।

৪. বিষয়মূলক মানচিত্র কাকে বলে?

যে মানচিত্রে বিষয়মূলক তথ্যাদি প্রকাশিত হয় সেই মানচিত্রগুলিকে বিষয়মূলক মানচিত্র বলে।

৫. বিষয়মূলক মানচিত্র (Thematic Map) কয় প্রকার ও কি কি?

৩ প্রকার।

(i) প্রাকৃতিক বিষয়মূলক মানচিত্র – সমােন্নতি রেখা মানচিত্র।

(ii) জনসংখ্যা বিষয়ক বিষয়মূলক মানচিত্র – Chropleth বা ছায়াপাত রেখা মানচিত্র।

(iii) অর্থনৈতিক বিষয়মূলক মানচিত্র – প্রবাহ মানচিত্র।

৬. মানচিত্র অঙ্কনের প্রধান উপাদানগুলি কি কি?

(1) স্কেল, (2) অভিক্ষেপ, (3) সমতল বা দ্বিমাত্রিক পৃষ্ঠ, (4) উত্তরদিক নির্দেশ, (5) সীমারেখা নির্দেশ, (6) বিষয়ের নাম।

৭. মানচিত্রে স্কেল প্রকাশের বিভিন্ন উপায়গুলি কি কি?

(i) লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ (State-ment Scale)।

(ii) সংখ্যাসূচক ভগ্নাংশের (R.F) মাধ্যমে প্রকাশ।

(iii) অঙ্কনের মাধ্যমে (Graphical) প্রকাশ।

৮. বিবৃতি সূচক স্কেল কি?

যে স্কেলের মাধ্যমে মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্ব লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বিবৃতিসূচক স্কেল বলে। যেমন 2 cm to 1 km. এখানে 2 cm মানচিত্রের দূরত্ব 1 km. ভূমিভাগের দূরত্বকে বােঝায়।

৯. লৈখিক স্কেল (Graphical Scale) কি?

মানচিত্রে ও ভূমিভাগের দুটি বিন্দুর দূরত্বের সম্পর্কে যখন চিত্র এঁকে প্রকাশ করা হয় তখন তাকে লৈখিক স্কেল বলে। যেমন রৈখিক স্কেল (Linear Scale) একটি লৈখিক স্কেলের উদাহরণ।

১০. রৈখিক স্কেল (Linear Scale) কি?

যে স্কেলে রেখার সাহায্যে ভূপৃষ্ঠের দূরত্ব দেকানাে হয় তাকে রৈখিক স্কেল বলে। এই স্কেলের দুটি ভাগ থাকে। যথা – মুখ্য বিভাগ ও গৌণ বিভাগ। এর ফলে অতি সহজে মানচিত্রের সাপেক্ষে ভূমিভাগের দূরত্ব পরিমাপ করা যায়।

১১. মানচিত্রে স্কেলের প্রয়ােজনীয়তা লেখাে ?

(i) মানচিত্রের সাহায্যে দুটি বিন্দুর দূরত্ব ভূমিভাগের প্রকৃত কত দূরত্ব নির্দেশ করে তা জানা যায়।

(ii) বিভিন্ন শহর, গ্রাম ও অন্যান্য স্থানের পারস্পরিক দূরত্ব নির্ণয় করা যায়।

(iii) রেলপথ সড়কপথ,নদী ইত্যাদির দৈর্ঘ্য নির্ণয় করা যায়।

(iv) বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয়ের ব্যবহারিক ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম।

১২. R.F. কি?

R.F. -এর পুরাে কথা হল Representative Fraction বা স্কেলসুচক ভগ্নাংশ বা সংখ্যাসূচক ভগ্নাংশ। মানচিত্রের দুরত্ব ও ভূমিভাগের দূরত্বকে যে ভগ্নাংশে প্রকাশ করা হয় তাকে R.F বলে। এর কোনাে একক থাকে না। R.F, একটি আনুপাতিক সংখ্যা।

১৩. বিবৃতি সূচক স্কেল কি?

মানচিত্রে লিখিত বিবৃতির মাধ্যমে স্কেলকে প্রকাশ করা হলে তাকে বিবৃতি সূচক স্কেল বলা হয়। যেমন 1 cm to 5 km.-এর অর্থ 1 cm মানচিত্রের দূরত্ব 5 km. ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করে। এটি স্কেলের সহজতম প্রকাশ মাধ্যম। ভাষাগত সমস্যার ক্ষেত্রে যে কোনাে দেশ এটি ব্যবহার করতে পারে না।

১৪. রােটামিটার কি?

মানচিত্রে বিভিন্ন অবয়বের দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রকে বলে Rotameter। এটি এমন আবর্তনকারী পরিমাপক যন্ত্র, যার সাহায্যে দ্রুত নির্ভুলভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায়।

১৫. প্রবাহ মানচিত্র কি?

কোনাে একটি নির্দিষ্ট স্থান থেকে অপর একটি নির্দিষ্ট স্থানে যাত্রী ও পণ্য সামগ্রী পরিবহনের জন্য যানবাহন চলাচলের পরিসংখ্যাকে যে চিত্রের মাধ্যমে উপস্থাপিত করা হয় তাকে flow diagram বলে

১৬. তুলনামূলক স্কেল কি?

দুটি ভিন্ন এককের তুলনা করে সমমান যদি রৈখিক স্কেলের প্রকাশ করা হয় তাকে তুলনামূলক স্কেল বলে। এক্ষেত্রে প্রাথমিক ও গৌণ বিভাগের মান এক হলেও একক পৃথক হয়।

১৭. বিবৃতিসূচক স্কেলের সুবিধা কি?

বিবৃতি সূচক স্কেলের সুবিধা হল – (1) সহজতম প্রাকাশ মাধ্যম। (2) গণনা খুব সহজ। (3) চিত্রের প্রয়ােজন নেই।

১৮. R.F বা স্কেল সূচক ভগ্নাংশের সুবিধা কি?

যে কোনাে এককে পরিবর্তনশীল। (2) সহজেই বিবৃতসূচক স্কেল ও রৈখিক স্কেলে পরিবর্তন করা যায়। (3) যে কোনাে দেশে ব্যবহারযােগ্য।

১৯. রৈখিক স্কেলের সুবিধা কি?

(i) সরলরেখায় প্রকাশ করা যায় এবং সবথেকে উপযুক্ত প্রকাশ মাধ্যম। (ii) মানচিত্র ছােটো বা বড়াে করলে স্কেলটিও আনুপাতিক হারে ছােটো ও বড়াে হয়ে যায়।

২০. ভার্নিয়ার স্কেল কি?

কোনাে বৃত্ত স্কেল বা কোনাে সরলরেখায় অঙ্কিত স্কেলের সঙ্গে সংলগ্ন যে ক্ষুদ্র সহকারী স্কেলের সহায়তায় স্কেলের ক্ষুদ্রতম ভাগ দেখানাে থাকে তাকে ভার্নিয়ার স্কেল বলে। ভার্নিয়ার স্কেলের নির্ণেয়

দৈর্ঘ্য = মূল স্কেলের পাঠ + (ভার্নিয়ার স্কেলের পাঠ X VC) VC = ভার্নিয়ার স্থিরাঙ্ক।

২১. ডায়গােনাল স্কেল কি?

আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের পরস্পর বিপরীত কোণদ্বয় যােগ করলে সংযােজক রেখাকে কর্ণ বলে। কয়েকটি কর্ণের সাহায্যে যে স্কেল অঙ্কন করা হয় তাকে ডায়াগােনাল স্কেল বলে। এই স্কেলে মুখ্য ও গৌণ বিভাগ নিখুতভাবে পরিমাপ করা যায়।

২২. প্যান্টোগ্রাফ কি?

যে কোনাে মানচিত্রের থেকে অপর একটি ছােট বা বড়াে মাপের মানচিত্র অঙ্কনের জন্য ব্যবহৃত হস্তচালিত কাঠের বা পিতলের যন্ত্রকে বলে প্যান্টোগ্রাফ।

২৩. মানচিত্র অভিক্ষেপ কি?

সঠিক স্কেল বজায় রেখে ত্রিমাত্রিক ভূগােলককে দ্বিমাত্রিক তলে অঙ্কন করার পদ্ধতিকে Map projection বলে।

২৪. সমমান রেখা মানচিত্র (Isopleth Map) কি?

‘Iso’ কথার অর্থ একই, Pleth কথার অর্থ রেখা। Isopleth কথার অর্থ সমমান রেখা। Isopleth এমন একটি রেখা মানচিত্র যার মান পরিমাণগত তীব্রতাগত ও ঘনত্বগত দিক থেকে একই থাকে।

২৫. Spot height স্পট হাইট কি?

Spot Height কোনাে স্থানের নির্দিষ্ট স্থানিক উচ্চতা যা সমুদ্রসমতল থেকে ওই স্থানের প্রকৃত উচ্চতাকে নির্দেশ করে।

২৬. Radial স্কেল কি?

গ্লোবের উপর অবস্থিত দুটির বিন্দুর মধ্যকার দ্রাঘিমারের দৈর্ঘ্য এবং Map-এর উপর অবস্থিত ওই দুটি বিন্দুর মধ্যকার দ্রাঘিমারেখার দৈর্ঘ্যের অনুপাতকে Radial Scale বলে।

২৭. Tangential Scale কি?

গ্লোব-এর উপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যকার অক্ষরেখার দৈর্ঘ্য এবং Map-এর উপর অবস্থিত ওই দুটি বিন্দুর মধ্যকার অক্ষরেখার দৈর্ঘ্যের অনুপাতকে Tangential Scale বলে।

উপসংহার

এই পোস্টে, আমরা আপনাকে উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর-এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে, আর আপনার যদি এই পোস্ট সম্পর্কিত কোনও প্রশ্ন থাকে তবে আপনি আমাদের কমেণ্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন।

Related Articles

Back to top button